আমেরিকার নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল। গত মঙ্গলবার এশিয়ান ড্রাইভিং স্কুল সেন্টারের এ ইফতার মাহফিলে ছিল দোয়া-মুনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভা। বৈরী আবহাওয়া সত্ত্বেও ইফতারে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ প্রবাসী রোজাদাররা।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সিপিএ আহাদ আলী, বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী গৌরব কোঠারী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাকসুদা আহমেদ, এ ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব