স্পেনের মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে স্থানীয় মেহমান খানা রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মনু, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি হেমায়েত খান, বৃহত্তর রংপুরের জাকিরুল ইসলাম জাকি, ব্যবসায়ী আবু বক্কর, সুরুজ্জামান সুরুজ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির উপদেষ্টা শেখ মো. ইসলাম, মো. সেন্টু খান জাফর, সুমন নূর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া, সহ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রিপন, ফখরুল হাসান, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সহ সভাপতি মো. শাহীন, মো. আবু তাহের শেখ, তুহিন আহমদ কাইয়ূম, মো. স্বপন হোসেন, ব্যবসায়ী মো. রবিন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রানা জয়নাল আবেদীন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. ওয়াহিদুজ্জামান, পনির হাওলাদার, মাঈন উদ্দিন, আল মামুন ডালিম, সানুর মিয়া সাদ, আসাদ আলী, রবিউল ইসলাম, মো. বাবু, মো. রনক, এমদাদুর আমজাদ খান, গোলাম আহমদ প্রমূখ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ জহির আহমদ। দোয়া মাহফিলের পর উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন