Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ জুলাই, ২০১৯ ০৯:৫৫

স্পেনে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির বনভোজন

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

স্পেনে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির বনভোজন

স্পেনের মাদ্রিদে খুলনার প্রবসীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি’ এর উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ জুলাই মাদ্রিদ থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে তলেদো প্রদেশের কাজালেগাসে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

খুলনার প্রবাসীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ বনভোজনে অংশগ্রহণ করেন।

বেলা ১১টায় মাদ্রিদের এম্বাখাদরেস থেকে বাসযোগে বনভোজন স্থল কাজালেগাসের উদ্দেশে যাত্রা শুরু হয়।  সেখানে পৌঁছে কাজালেগাসের প্রাকৃতিক সৌন্দর্য  উপভোগ করতে সবাই নিজেদের মতো ঘুরাঘুরি করেন। কাজালেগাস নদীতেও নেমে পড়েন অনেকেই।

নদীর পাশে বসে দুপুরের খাবার শেষে শুরু হয় নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক টিটন বিশ্বাসের তত্ত্বাবধানে এবং কামরুল হাসানের পরিচালনায় বনভোজনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।

বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হোসেন মনু, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, ব্যবসায়ী ইসমাইল হোসাইন, আবু সিদ্দিক নয়ন প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রফিক, সহ-সভাপতি মো. রতন, হুমায়ুন কবির, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান, বাপ্পী রহমান, তরিকুল ইসলাম, শামীম রেজা, সেলিম সরকার, মো. সবুজ, নূর হোসেন প্রমুখ।

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাদ্রিদে বসবাসরত খুলনার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের উদ্দেশে এই আয়োজন।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য