যুক্তরাষ্ট্রে বিপুল সম্ভাবনা নিয়ে অঙ্গরাজ্য নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে ম্যাজিক লাস ভেগাস ওর্য়াল্ড এ্যাপারেল ট্রেড ফেয়ার ২০১৯। শহরের কনভেনশন সেন্টারের দক্ষিণ হলে ১১ থেকে ১৪ আগষ্ট চারদিনব্যাপী এবারের মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের ৪৫টি দেশের ২০০০ স্টলের সাথে বাংলাদেশের ২৩টি স্টল অংশ গ্রহণ করে।
মেলায় সারা বিশ্বের প্রায় ২০০০ স্টলের মধ্যে বাংলাদেশের প্যাভিলিয়নের ২৩টি বুথে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পের নীট ও ওভেনে ব্যাপক সারা মিলেছে। বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই মেলায় বাংলাদেশ এক্সর্পোট প্রমোশন ব্যুরো এর সহযোগীতায় বাংলাদেশের স্টল সংখ্যা ছিল সর্বমোট ২৩টি। প্রায় সবগুলো স্টল সাজানো হয়েছিল সব ধরনের আবহাওয়ায় এবং সববয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে। যা আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে পণ্য রপ্তানীতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান এম এইচ আর আর এ্যাপারেলস ও ফ্যাশন কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদ খান।
তিনি আরো বলেন, বাংলাদেশের পণ্যের প্রতি যুক্তরাষ্ট্র সবসময় আগ্রহ দেখিয়েছে, এবারও তার বিকল্প নাই, সারাও পাচ্ছি ব্যাপক। এদিকে, আয়োজকদের মধ্যে বাংলাদেশ শাখার কোঅর্ডিনেটর ও লর্ড ইনকর্পোরেট এর ব্যাবস্থাপনা পরিচালক প্রবীর কান্তি দাস বলেন, অনলাইনে পণ্য বিক্রির চাইতে স্বশরীরে দেশের পণ্য বিদেশের সবরকমের ক্রেতাদের কাছে সরাসরি তুলে ধরতে পারাটা সবসময় গর্বের আর সেটা অব্যাহত রাখতে চাই।
লাস ভেগাসের এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো ছাড়াও আরো চামড়াজাত শিল্প প্রতিষ্ঠানগুলো গুনগত মানের জন্য দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলপ্স এ্যাপারেলস, ফাবরিকা নীট এন্ড কম্পোজিট, ডিকে সুয়েটার, প্যানটেক্স ও সিলভার কম্পোজিট ও টেক্সটাইল মিলসসহ আরো অনেক প্রতিষ্ঠান।
উদ্বোধনী দিনে লাস ভেগাসের বাংলাদেশের কনস্যুল জেনারেল পরিতোষ সাহা ছাড়াও ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীদের পাশাপাশি গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের রকমারী পণ্য ছাড়াও তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ