অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাসিওর এবিলিটির আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সিডনির ক্যাম্পবেলটাউনের কোশিগায়া পার্কে এ আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই উৎসব ছিল বাংলা কৃষ্টি ও সংস্কৃতির পরিচিতি তুলে ধরার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি অনন্য উদ্যোগ।
উৎসবে অংশ নেন নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ। সকলে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আসেন এবং নিজেদের ঐতিহ্যবাহী খাবার ভাগাভাগি করেন। সারা দিনব্যাপী চলতে থাকা এই উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বালিশ খেলা, বিস্কুট দৌড়ের মতো জনপ্রিয় খেলা এবং দেশীয় নাস্তা ও বিভিন্ন পদের ভর্তা সহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবার।
আয়োজক সংগঠন অ্যাসিওর এবিলিটির পক্ষ থেকে জানানো হয়, এই বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল কমিউনিটি ঐক্য এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। তারা বলেন, 'বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির শক্তি তুলে ধরার এক সুযোগ। বৈচিত্র্য আমাদের দুর্বলতা নয়, বরং শক্তির উৎস।'
বিডি প্রতিদিন/মুসা