২৬ আগস্ট, ২০১৯ ০৪:১২

মালয়েশিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

রবিবার বিকালে কুয়ালালামপুরের জালান ইপুহর হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের বলরুমে আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং প্রকৌশলী রাহাদ উজ্জামানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। 

বুকিত বিনতাং শাখার সহ-সভাপতি লাল মোহাম্মদের কোরআন তেলাওয়াত এবং আহ্বায়ক কমিটির সদস্য শ্রী প্রদীপ কুমারের গীতা পাঠসহ দুই দেশের জাতীয় সংগীত, বঙ্গবন্ধুসহ তার পরিবার ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হওয়া সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতুক মোহাম্মদ ফোয়াদ বিন তালিব, সাধারণ সম্পাদক মালয়েশিয়া ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের লেবার উইং এর প্রথম সচিব জনাব হেদায়েতুল ইসলাম (মন্ডল), সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন প্রমুখ।               

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম-আহ্বায়ক শাহিন সর্দার, সাবেক আওয়ামী যুবলীগ আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, নূর মোহাম্মদ ভূঁইয়া, কবি আলমগীর হোসেন, হুমায়ুন কবির, হুমায়ুন কবির আমির, অ্যাডভোকেট মিরান, শওকত হোসেন টিনু, শাখাওয়াত হোসেন শওকত, মালয়েশিয়া আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক  আব্দুল বাতেন, পেরাক ইপুহ শাখার সভাপতি হাবিবউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ক্লাং শাখার সভাপতি সোহাগ হোসেন, রাওয়াং শাখার সাধারন সম্পাদক এস এম জাকির, পুচং শাখার সভাপতি ইকবাল হোসেন, সুংগাইবুলুর সভাপতি ওসমান গনি, পিজে শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পাংসাপুরি শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বানতিং শাখার সাজ্জাদ হোসেন,  বাতুকেভ শাখার বজলুর রহমান,  বুকিতবিনতাং শাখার সভাপতি লাল্টু বিশ্বাস, যুবলীগ নেতা বাবলা মজুমদার, আশফাকুল ইসলাম সোহেল, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন সেলিম,ছাত্রলীগের এস কে আরমান, আবুল কাসেম শাহিনসহ আরও অনেকে। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কাউছার হোসেন, দাতুক লিটন, আওয়ামী লীগ নেতা খোকন কর্মকার, সেচ্ছাসেবক লীগের মশিউর রহমান লিংকন প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর