কানাডার টরেন্টো শহরে আয়োজিত হচ্ছে 'স্বর্ণালী সন্ধ্যা' অনুষ্ঠান। আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকা কালচারাল নেট্ওয়ার্ক (টিডিসিএন) এর আয়োজনে এ অনুষ্ঠানটি হচ্ছে ১৯০, রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে। অতিথি হিসেবে থাকবেন আফজাল হোসেন, অপি করিম, মাসুম রেজা, মিতালী মুখার্জী। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন সাবিনা বারী লাকি এবং অজন্তা চৌধুরী।
স্বর্ণালী সন্ধ্যার আলোক ও মঞ্চ নিদর্শনায় থাকছেন ইশরাত নিশাত । সাথে থাকছেন পারভেজ চৌধুরী, আরিফ, বনি ও পলাশ। সঙ্গীত নির্দেশনায় থাকছেন শিল্পী আশিকুজ্জামান টুলু। প্রতিটি সাধারণ টিকেটের মূল্য ২০ ডলার, ভিআইপি ৫০ ডলার আর ভিভিআইপি ১০০ ডলার। এছাড়াও টরন্টোর রেড হট তন্দুরি (৩০৩ ডেনফোর্থ এভেনিউ), শী ফ্যাশন ( ২৯৬০ ডেনফোর্থ এভেনিউ), কানিজ বটিক হাউজ (২৮৮৯ ডেনফোর্থ এভেনিউ) এ টিকেট পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে অনুষ্ঠানের অন্যতম আয়োজক সবিতা সোমানী বলেন,পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান উপহার দেয়ার সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পেশাদারিত্বের বিষয়টা আমরা বিবেচনায় রেখেই অনুষ্ঠানকে সাজিয়েছি। প্রবাসের দর্শক শ্রোতারা তাদের প্রিয় শিল্পীদের সাথে একটি সন্ধ্যা কাটানোর সময় যেনো সত্যিকার অর্থেই ‘বাংলাদেশের স্পন্দন’ টের পান, সত্যিকার অর্থেই যেনো একটি সন্ধ্যা স্বর্ণালী হয়ে থাকে- সেই চেষ্টা আমাদের রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা