বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী (৮৪) লন্ডনে সেন্ট্রাল মিডলসেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন তিনি। হাসপাতালে তার মেডিকেল চেকআপ করা হচ্ছে। আগামী সপ্তাহে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে।
এর আগে ২০১৭ সালে একই হাসপাতালে ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন আব্দুল গাফফার চৌধুরী। সেসময় বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আব্দুল গাফফার চৌধুরী মহান ভাষা দিবসের অমর সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।
বিডি প্রতিদিন/ফারজানা