পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসে গুরুতর অসুস্থ চিকিৎসাধীন হাজিদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সোমবার তিনি মক্কার ঐসব হাসপাতালে গিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করেন।
এসময় তিনি অসুস্থ হাজীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা জানিয়েছেন।
অসুস্থ হাজীরা হলেন, নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে, জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা ও কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বছর পবিত্র হজ পালনরত অবস্থায় এ চার জন হাজি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। ব্রেইন ষ্ট্রোক, কিডনী ও বুকের ব্যথাসহ নানা জটিল ব্যধিতে আক্রান্ত এ রোগীরা।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের আশ্বস্ত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোন কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে (ধর্ম প্রতিমন্ত্রীকে) রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সুস্থ হওয়ার পর রোগীরা যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নিতেও তিনি হজ কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন।
কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোর-আন তেলোয়াত প্রতিযোগিতায় অতিথি হিসেব রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে মক্কা পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী। এখানে এসে তিনি সোমবার বিকেলে জানতে পারেন, চার জন বাংলাদেশি হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সাথে সাথে তিনি হাজিদের চিকিৎসার খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রোগীদের সাথে দেখা করবেন এ খবর পেয়ে মক্কার ঐসব হাসপাতালের চিকিৎসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ প্রতিবছরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা অসুস্থ হয়ে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকলেও কোন মন্ত্রী তাদের খবর নেয়নি। এবারই এর ব্যতিক্রম ঘটলো।
বিডি প্রতিদিন/হিমেল