দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ফিনল্যান্ড আওয়ামী লীগ থেকে ৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফিনল্যান্ড আওয়ামী লীগের এক বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয় ।
জানা গেছে ফিনল্যান্ড আওয়ামী লীগের কয়েক ব্যক্তি দলীয় শৃংখলা ও নিয়মের তোয়াক্কা না করে বর্তমান অনুমোদিত কমিটির বিরুদ্ধে একটি স্বঘোষিত কমিটি ঘোষণা করেন। যার প্রেক্ষিতে দলটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। বহিস্কৃতরা হলেন সহ সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি পলাশ কামিল, সহ সভাপতি তপন বঙ্গবাশী ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
বিডি-প্রতিদিন/শফিক