ইউরোপ প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবার) ১৭তম সভা লাটভিয়ার রাজধানী রিগায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ নভেম্বর।
আয়েবার সদর দপ্তর প্যারিস থেকে এ তথ্য নিশ্চিত করেছে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লা ইনু। ইতোমধ্যে সভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
আয়েবার কার্যকরী কমিটির সভা রিগা সিটির প্রাণকেন্দ্রে রেডিসন ব্লু হোটেল বলরুমে অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
আয়েবা মহাসচিব জানান, এবারের সভাটি সম্পূর্ন ব্যতিক্রম হবে। বেলজিয়াম, রাশিয়া ও লেতোনিয়াসহ অন্যান্য দেশ থেকে সদস্য পদ অন্তর্ভূক্ত করার ঘোঘণা করা হবে। লাটভিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করবে আয়েবা।
বিডি প্রতিদিন/ফারজানা