১৬ জানুয়ারি, ২০২০ ০৬:৫৬

জেদ্দায় বাংলাদেশ স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় বাংলাদেশ স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, পর্ষদ সদস্য প্রফেসর মুজিবুর রহমান, প্রফেসর আকবর আলী, প্রফেসর মোস্তফা মনোয়ারসহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা  ও অভিভাবকবৃন্দ।

মেলায় স্কুলের খুদে বিজ্ঞানীরা শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, কৃষি ও খাদ্যদ্রব্যের ওপর তাদের গবেষণা তুলে ধরে।

খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী দক্ষতা ও বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার প্রশংসা করে কনসাল জেনারেল বলেন, আজকের এই শিশুরাই একদিন বিজ্ঞানী হয়ে বেরিয়ে আসবে এবং দেশের মুখ উজ্জল করবে। এসব খুদে বিজ্ঞানীদের প্রতি যথাযথ যত্ম নেওয়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর