ব্রিটেনে করোনাভাইরাসে শনিবার পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৩১৩ জন। এরমধ্যে সবচেয়ে কম বয়সী শিশুর বয়স হচ্ছে ৫ বছর। এর আগে সবচেয়ে কম বয়সী কিশোরের বয়স ছিল ১৩।
এদিকে টিএফএল জানিয়েছে, কর্তব্য পালন করতে গিয়ে তাদের ৩ জন ড্রাইভার ও দুইজন কর্মী মৃত্যুবরণ করেছেন। ট্রান্সপোর্ট ফর লন্ডন তাদের মৃত্যু ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে বলেছে, তাদের পরিবারকে সবধরনের সহযোগিতা করা হবে। লন্ডন মেয়র সাদিক খান তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে শনিবার সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মাইকেল গভ বলেছেন যে, করোনাভাইরাস মহামারি চলাকালীন কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির সাতজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।
মন্ত্রিপরিষদ মন্ত্রী তাদের আত্মত্যাগ বৃথা যায়নি তা নিশ্চিত করার জন্য সাপ্তাহিক ছুটির দিনে লোকদের ভিতরে থাকতে অনুরোধ জানান। এর আগে যারা এনএইচএসে প্রাণ হারিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এদিকে শনিবার একদিনে সর্বোচ্চ সংখ্যক ৭০৮ মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৩১৩ জনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার