সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম আর নেই (ইন্নাইলাহি...রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়াসহ অনেকেই।
এলমহার্স্ট হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে করোনাভাইরাসে মারা গেছেন আরেক বাংলাদেশি প্রকৌশলী নারী তাহমিনা ইসলাম খান (৩০)। জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সদরের সন্তান তাজুল ইসলাম খানের কন্যা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে আসার আগে রাজধানী ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক