মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ আরও দু'সপ্তাহ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি ঘোষণা করেছেন, চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) ১৫ই এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হবে।
এমসিওর প্রথম ধাপ, যা কোভিড -১৯ সংক্রমণের শৃঙ্খলা ভাঙার জন্য চালু হয়েছিল, তা ছিল ১৮ মার্চ থেকে ৩১ শে মার্চ। দ্বিতীয় পর্বে তা আবার বাড়িয়ে করা হয়েছিল ১লা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।
নিয়ন্ত্রণ আদেশ চলাকালে সকলকে ঘরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
বিডি প্রতিদিন/হিমেল