বিভিন্ন দেশের মতো কুয়েতেও দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। নতুন ১৬১ জন নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৫৪ জন।
সর্বশেষ খবর অনুযায়ী, ১ হাজার ১৫৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৩ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২০ জন। ২৭ জন আইসিইউতে আছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এই পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন বাংলাদেশি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন