যুক্তরাজ্যের ক্রয়ডন বিশ্ববিদ্যালয় হাসপাতাল ছিল অস্থি সংক্রান্ত চিকিৎসার জন্য নির্মিত। কিন্তু দেশটিতে করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করায় এটিকেও কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।
কিন্তু সেখানকার চিকিৎসকদের মোকাবেলা করতে হচ্ছে ভয়াবহ এক পরিস্থিতিকে। তারা জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে তারা সকলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। সেখানে চিকিৎসকদের এখনো পর্যাপ্ত প্রতিরক্ষা সরঞ্জাম দেয়া হয়নি। রোগীদের অনেককেই এখনো আইসিইউতে ভর্তি করা যায়নি। অনেকেই আছেন যাদের ভেন্টিলেটর দেয়া যাচ্ছে না। প্রতিরক্ষা সরঞ্জাম ছাড়াই রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার