করোনাভাইরাসের সংক্রমণ থামাতে লকডাউন চলছে বৃটেনে। এতে দেশটিতে অপরাধের হার শতকরা ২১ ভাগ কমে এসেছে। তবে এসময় বেড়েছে ইন্টারনেটভিত্তিক অপরাধ। এছাড়া অনলাইনে শিশুদের ওপর যৌন হেনস্তার ঘটনাও বেড়েছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।
বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল জানিয়েছেন, লকডাউন চলাকালে দেশটিতে কমপক্ষে ১.৮ মিলিয়ন পাউন্ডের অর্থ জালিয়াতি হয়েছে। একইসঙ্গে তিনি অনলাইনে যারা শিশুদের হেনস্থা করছে তাদেরও সাবধান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের জাতীয় পুলিশ প্রধানের সঙ্গে মিলে সংবাদ সম্মেলন করেন।
তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র ওয়েস্ট মিডল্যান্ডসেই গত দুই সপ্তাহে ৪০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। তবে কঠিন হাতে লকডাউন নিশ্চিতের অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের কর্মকাণ্ড আবারও পর্যালোচনা করে দেখা হবে। তারা নাগরিকদের অযথা হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে।
কোভিড-১৯ রোগে সর্বশেষ এক দিনে বৃটেনে প্রাণ হারিয়েছেন ৯১৭ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে প্রায় ১০,০০০ জনে।
বিডি প্রতিদিন/আরাফাত