অস্ট্রিয়াতে করোনাভাইরাস প্রার্দুভাব অনেকটাই স্থিতিশীল। প্রতিদিন মোট আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা তুলনামূলক কম।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুপুর ১২টার তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১৩৮৬৫ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৮৭ জন, মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৩৫ জন, আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন ২৪৩ জন।
করোনাভাইরাস ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, আজ নতুন মৃতের সংখ্যা ১৩ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ জনের অধিক।
প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যার তুলনায় প্রতিদিন সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। এপ্রিলের ১০ তারিখ ৩১৬ জন নতুন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৮২৪ জন। গতকাল নতুন আক্রান্তের ২৪৬ জনের বিপরীতে সুস্থ হয়েছেন ৫৪০ জন। আজ সকালের তথ্য অনুযায়ী সুস্থ হয়েছেন ৩৭৬ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। দিন দিন সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে।
এদিকে আগামীকাল থেকে ছোট আকারের দোকান ব্যবসায় প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে। শনিবার থেকে সুপারমার্কেট এবং গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় ২৫ ইউরো জরিমানা করা হবে। অস্ট্রিয়াতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন