কোনভাবেই যেনো থামানো যাচ্ছে না প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সৌদি আরবে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬২জন এবং মারা গেছেন ৫৯ জন। দূতাবাস এবং কনস্যুলেট এবং স্বজনদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ বাংলাদেশি প্রবাসী।
সবশেষ মারা যাওয়া দুই বাংলাদেশি হলেন বরগুনার জেলার বামনা উপজেলার গোলাঘাটা কড়ইতলার আব্দুস সাত্তার খন্দকারের ছেলে রুস্তম খন্দকার এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভাঙ্গার মোহাম্মদ ফিরোজের ছেলে মোহাম্মদ জাহিদ।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা