করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বুধবার দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আরও কয়েকজন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তবে এর বাইরেও আরও মৃত্যুর খবর বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এসেছে। তাদের সঙ্গে নিকট আত্মীয়দের যোগাযোগ করা সম্ভব হয়নি। আবার অনেকেই তাদের নিকট আত্মীয় করোনায় মৃত্যুবরণ করেছেন অথচ বলতে নারাজ।
সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও বিভিন্ন মাধ্যমের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৫০ জনের বেশি বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইউরোপ তাবলিগ জামায়াতের আমির ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। তিনি গত ১১ এপ্রিল শনিবার ডিউজবাড়ী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সিলেটের আব্দুল মুকিত লন্ডনে আসেন সত্তোরের দশকের শুরুতে। তাবলিগে দ্বীনের খেদমতের পাশাপাশি তিনি এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এনফিল্ডের মসজিদে জালালিয়া প্রতিষ্ঠাসহ বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠায় অবদান রাখেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লন্ডনের ফুলহামের বাসিন্দা প্রবীণ ব্যক্তি আলহাজ্ব আব্দুল মনাফ। গত ১০ এপ্রিল শুক্রবার চেলসি ওয়েস্ট মিনিস্টার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাজ্যের ব্রার্ডফোর্ড শহরের বাসিন্দা মকদ্দুছ আলী। গত ১০ এপ্রিল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাদে জিগলী ভাদগাঁও গ্রামে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্যবসায়ী আনসার মিয়া। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলারের বাসিন্দা। গত ১০ এপ্রিল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ি ছাতকের জিয়াপুর গ্রামে।
পূর্ব লন্ডনের বাসিন্দা মুহাম্মদ ফিরুজ আলী সূফী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল শনিবার রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি (সাতহাল) গ্রামে। তার বাবার নাম মরহুম রইছ আলী।
পূর্ব লন্ডনের প্লাস্ট এলাকার বাসিন্দা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সাঈদ আহমদ সুলেমান ইন্তেকাল করেছেন। গত ১১ এপ্রিল শনিবার রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাষ কষ্টজনিত রোগে ভুগছিলেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামে তার বাড়ি।
যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক হাজী সিদ্দেক আলীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার নিউহাম হাসপাতালে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।
তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পদনাপুর গ্রামে।
বিডি প্রতিদিন/আরাফাত