করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মুজাহিদুর রহমান (৭০) রবিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুরে নামাজে জানাজা শেষে স্ট্রাফোর্ডের আমা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ হয়ে উঠলেও আক্রান্ত হয় তার স্বামী মুজাহিদুর রহমানসহ পরিবারের আরও ৫ জন।
গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত মুজাহিদুর রহমানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে স্থানন্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন