কাতারে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশিসহ মারা গেছেন সাত জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা সারে তিন হাজার ছাড়িয়ে গেছে। তারমধ্যে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। ফলে কাতারে আতঙ্কের পাশাপাশি চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশি প্রবাসীরা।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দোহার মুনতাজাসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে চলমান এই সংকটে চাকরি হারানো কর্মহীন সাতশত প্রবাসীর পাশে দাঁড়ালেন বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানি কুইক সল্যুশন কোম্পানি। কাতার সরকারের আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল,ডাল,তেল, পিয়াজ,আলু,লবণ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। কোম্পানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কর্মহীন প্রবাসীরা।
করোনার কারণে চাকরি হারানো প্রবাসীদের পাশে দাঁড়াতে সকল বাংলাদেশি কোম্পানির মালিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন এই কোম্পানির দুই কর্ণধার। কুইক সল্যুশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাম্মদ ইব্রাহিম ও চেয়ারম্যান দিদারুল আলম আরজু। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজার শাখাওয়াত হোসেন, কর্মকর্তা নূরুল আলম রিয়াদ, জালাল আকবর রাজু, মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ