২১ দিনেও হদিস মেলেনি নিখোঁজ বাংলাদেশি-আমেরিকান নাসির আহমেদের (৪৩)। ২৭ মার্চ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সংলগ্ন নর্থ বিষকাটালি গ্রামের অধিবাসী নাসির নিখোঁজ।
তার পরিচিতদের মাধ্যমে বাংলাদেশে তার মা-বাবা সংবাদটি জেনে নিউ ইয়র্কে কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিনের সাথে যোগাযোগ করেন এবং লিখিতাকারে তাকে দায়িত্ব দেন নাসিরের সন্ধানের জন্যে।
নিউ ইয়র্ক অঞ্চলের বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে সরব স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ-এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’ (সেফেস্ট) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন।
বৃহস্পতিবার তিনি জানান, নিউ ইয়র্ক সিটি প্রশাসনের মাধ্যমে সকল হাসপাতালে খোঁজ করেছি। কোথাও নেই নাসির। এমনকি করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই যারা মারা গেছেন তাদের তালিকাতেও নেই নাসির। হোমলেস হিসেবে তালিকাভুক্ত ৬ হাজার জনের মধ্যেও পাওয়া যায়নি নাসিরকে।
ঢাকার একটি কলেজ থেকে বিএ পাশের কয়েক বছর পর যুক্তরাষ্ট্রে আসা নাসিরের মা-বাবার উদ্ধৃতি দিয়ে মাজেদা আরও জানান, যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ গ্রহণের পর ৪ বছর আগে নাসির বাংলাদেশে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সে সময় স্ত্রীকে জানিয়েছিলেন যে নিউ ইয়র্কে ফিরেই তাকে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আনবেন। কিন্তু সেটি বিলম্বিত হওয়ায় গত বছরের আগস্টে তাকে তালাক দিয়েছেন সেই স্ত্রী। এটি জানার পরই নাসির বিষন্নতায় আক্রান্ত হন এবং কাজকর্মও ছেড়ে দিয়েছিলেন। এক পর্যায়ে তাকে মানসিক চিকিৎসকের শরণাপন্নও করা হয়েছিল। এমনি অবস্থায় সর্বশেষ তাকে দেখা গেছে ২৭ মার্চ ব্রুকলীনের একটি এলাকায়।
নিউ ইয়র্কের পুলিশও খুঁজছে নাসিরকে। মাজেদা উল্লেখ করেন, নাসিরের সন্ধান পেলে নিকটস্থ পুলিশ স্টেশন এবং তাকে ৬৪৬-৩১৮-৪৬১৭ নম্বরে ফোন করতে হবে। কারণ সন্তানের নিখোঁজ হবার পর চাঁদপুরে তার মা-বাবা উদ্বিগ্ন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন