অস্ট্রেলিয়া মহিলা কাউন্সিলের উদ্যোগে সিডনির গ্রীন একরে মধুময় পরিবেশে পিঠা উৎসব উদযাপন করা হয়েছে।
স্থানীয় সরকারের স্বাস্থ্য নীতিমালা মেনে কয়েক ধাপে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উৎসবটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে দেশীয় হরেক রকম পিঠার আয়োজন করা হয় যা প্রবাসের ব্যস্ততম জীবনের কারণে সময় হয়ে ওঠে না।
পিঠা উৎসবে পিঠা উপভোগ করার জন্য প্রতিবারে ২০ জন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান আয়োজনে ছিলেন শাহিনুর রহমান (শানু) এবং সাজেদা আক্তার সানজিদা।
এছাড়াও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিশা তাসমিম তানিয়া (সভাপতি ফাগুন হাওয়া), তাম্মি পারভেজ (সভাপতি গ্রান্ড ল্যাকেম্বা ঈদ বাজার), হিমা রিজওয়ার (সত্ত্বাধিকারী রাহিল মেকআপ), হোসনে জাহান ফারজানা, ইসরাত জাহান কলি শারমিন তুবা, উর্মি, মিরিংকা, কেটি এবং উপমা প্রমুখ।
পিঠা উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর