বৈশ্বিক করোনা মহামারি ও সৌদি প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি খন্দকার এয়াকুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন, ইউসুফ মিঠু, আলহাজ্ব এনামুল হক তরফদার,জাকির হোসেন, মোহাম্মদ মহসিন, ডাক্তার মিঠু সহ আরও অনেকে।
বক্তারা অসুস্থ হলে ভয় না পেয়ে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেন। এছাড়া সবার সাথে পাসপোর্টের ফটোকপি, দেশের নিজ পরিবারের সঠিক মোবাইল নাম্বার, এবং এখানে পরিচিত জনের মোবাইল নাম্বার, সবসময় সাথে রাখার আহ্বান জানান যাতে কোন সমস্যায় পড়লে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়া যায়।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সৌদি আরবে করোনাসহ বিভিন্ন কারনে মৃত্যুবরণকারীদের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়|
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ