মধ্যপ্রাচ্যে বসবাসরত আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি। সভায় সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দ্দান, ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ ডক্টর রেজাউল করিম মিলন, মমতাজ চৌধুরী, জাকির হোসেন,আবুল বশির,মোঃ আব্দুস সালাম,এম আর মাহবুব,এম এ জলিল,রফিকুল ইসলাম হায়দার ভুঁইয়াসহ আরও অনেকে।
এসময় আব্দুস সোবহান গোলাম বলেন, করোনার কারণে প্রবাসীরাও নানান সংকটে আছে। দেশের মতো প্রবাসী আওয়ামী নেতারাও করোনা সংকটে প্রবাসীদের পাশে ছিলেন। আগামীতেও যেকোন সংকটে প্রবাসী আওয়ামী নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ