যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’ বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকা সমমূল্যের ‘বিশেষ কোভিড-১৯ রিকোভারি বৃত্তি’ ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির সিইও প্রকৌশলী আবুবকর হানিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ভার্জিনিয়া থেকে পরিচালিত এনআরবি কানেক্ট টিভি’র এক আলোচনা অনুষ্ঠানে এই বৃত্তির ঘোষণা দেন। এর উদ্দেশ্য ঢাকায় পান্থপথ এবং গ্রীণরোর্ডের কর্ণারে পিপলএনটেক এর ক্যাম্পাসের মাধ্যমে অন্তত দুই হাজার শিক্ষার্থীর প্রযুক্তি দক্ষতা বা আইটি স্ক্রিল ডেভেলপ করা। বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকার ক্যাম্পাস থেকে অনলাইনে এই ক্লাস করতে পারবেন।
উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে যেন তারা চাকুরিবাজারে প্রবেশ করতে পারে সেই বিশেষ সহায়তাও প্রদান করে পিপলএনটেক। যার মাধ্যমে মাসে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরী হবে অনেক শিক্ষার্থীর। ১০০% স্কলারশীপের সুবর্ণ সুযোগ লাভে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ দিন ২০ আগস্ট। ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২০ থেকে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক মিলিয়ন ডলার সমমানের স্কলারশিপ প্রদান করা হয়। এর অধীনে ৩৮১ জন শিক্ষার্থী প্রযুক্তি প্রশিক্ষণ নিয়েছেন ভার্জিনিয়া এবং নিউইয়র্কসহ পিপলএনটেকের সকল ক্যাম্পাসে।
বিডি প্রতিদিন/ফারজানা