প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ২৭ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বায়েজীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, গাজী মোহাম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা