মহামারী করোনার দ্বিতীয় ধাপের আক্রমণ কাটিয়ে উঠার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাণিতিক হারে বেড়ে চলেছে করোনার আক্রমণ। বাড়ছে আক্তান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। লকডাউন করে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া রাজ্যকে। অন্যান্য রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় শিথিল করা হয়েছে বিধিনিষেধ।
সিডনিতে ১০০ জনের একত্রিত হওয়ার অনুমতি থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিডনির গালিপলি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ৪শ জনের ঈদের নামাজের অনুমতি দিয়েছে।
মসজিদের সভাপতি আব্দুর রাহমান জানান, সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজের আয়োজন করা হবে।
করোনার আক্রমণ ঠেকাতে মসজিদের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং যাদের মাস্কের প্রয়োজন হবে তাদের সরবরাহ করা হবে বলে জানিয়েছে মসজিদ কমিটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সহ বিরোধীদলীয় প্রধান, বিভিন্ন রাজ্যের রাজ্য প্রধান এবং বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার সংসদ সদস্য।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ