জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল আমিন বলেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সবার উচিত বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তাই ১৫ আগস্টের এইদিনে দল-মত নির্বিশেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো উচিত।
তিনি আরও বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে আগামীর বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই