বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীর এসাইলামের আবেদন খারিজের অভিপ্রায়ে পর্যালোচনা শুরু করার জন্যে মার্কিন এটর্নি জেনারেল উইলিয়াম বারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসের মুক্তিযোদ্ধারা। এখনো প্রবাসে বসে যারা বঙ্গবন্ধু কন্যাসহ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করার অঙ্গীকার করেন তারা।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স-১৯৭১’ এর ব্যানারে অনুষ্ঠিত ‘জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ সমাবেশের শুরুতেই যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, যুগ্ম সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ আলিম খান আকাশসহ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর হোস্ট সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা ফারুক হোসেনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, বঙ্গবন্ধুর ঘাতকেরা এই যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘাপটি মেরে রয়েছে। এদেরকে গ্রেফতার করে অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দিতে প্রতিটি মুক্তিযোদ্ধাকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া বলেন, ঘাতক রাশেদ চৌধুরীর এসাইলাম বাতিলের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি, শীঘ্রই ঘাতককে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে।
‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, একাত্তরের ঘাতক এবং বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিতদের মদদে চলমান ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্তদের কঠোর সমালোচনা করে আরো বক্তব্য রাখেন হোস্ট সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান এবং মুক্তিযোদ্ধা মুনির হোসেন, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা নূর আজম বাবু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।
শেষে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের নেতৃত্বে বিশেষ মোনাজাতে ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এতে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, হাজী জাফরউল্লাহ, কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা