শিরোনাম
২২ নভেম্বর, ২০২০ ২০:২১

রাষ্ট্রদূতের নির্দেশনায় বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের সেবা

স্পেন প্রতিনিধি:

রাষ্ট্রদূতের নির্দেশনায় বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের সেবা

রাষ্ট্রদূতের নির্দেশনায় বার্সেলোনায় দূতাবাস সেবা প্রদান করা হবে। দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় প্রবাসী বাংলাদেশীদের দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে এই সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশী অধ্যুষিত এই বার্সেলোনায় প্রায় ১৫ হাজার বাংলাদেশীর বসবাস।প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং গুরুত্বপূর্ণ সময় বাঁচাতেই রাষ্ট্রদূতের এই ভ্রাম্যমান কনস্যুলার সেবা।

২১ এবং ২২ নভেম্বর হোয়াটসঅ্যাপে অ্যাপোয়েন্টেম্যান্ট এর ভিত্তিতে এই সেবা প্রদান করা হয়। Avda.  Josep Tarradellas, 134 Bajos, 08029 Barcelona তে পাসপোর্ট বিতরণ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন সনদের আবেদন গ্রহণ, রি-ইস্যুর আবেদন গ্রহণ, বাচ্চাদের নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন সেবা প্রদান করা হয়।

দূতাবাসের দূতালয় প্রধান হারুন আল রশীদের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো: জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা রেজাশাহ পাহলভী, প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (শ্রম উইং) মো:শফিকুল ইসলাম এবং অর্নব হোসেন সুমন এই কনস্যুলার সেবা পরিচালনা করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর