কাতার প্রবাসী চট্টগ্রামের মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সুবিধাবঞ্চিতদের কল্যাণে সংগঠনকে অধিকতর কল্যাণমুখী করার লক্ষে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘কাতার চট্টগ্রাম সমিতি’র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিল্প নগরী সানাইয়ায় একটি হল রুমে কাতারে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতে আগামী দুই বছরের জন্য রফিকুল ইসলাম হেলালকে সভাপতি, নূর মোহাম্মদ নূরকে সাধারণ সম্পাদক ও নুরুল আবছার বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী এই কমিটি ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন সামসুল আলম সিআইপি, ব্যাংকার মুসলেম উদ্দিন,হাসান মাবুদ, আব্দুল জলিল, ইউসুফ সিকদার, হাসান বিল্লাহ, শাহনেয়াজ চৌধুরী, মেরাজ আহমেদ ও মোহাম্মদ মোর্শেদসহ অনেকেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার কথা ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম হেলাল (সিআইপি) বলেন, সাধারণ প্রবাসীরা আমাদের কাছে নয় বরং আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা মাথায় নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (নুর) বলেন, চট্টগ্রাম সমিতি কাতার গঠনের একজন রুপকল্পক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি। আবারও কাতার প্রবাসী চট্টগ্রামবাসীরা আমাকে সেই দায়িত্ব অর্পণ করেছে এবং আমিও কাতারে চট্টগ্রাম প্রবাসীর কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিডি-প্রতিদিন/শফিক