চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ইউনান সাব কাউন্সিলের প্রেসিডেন্ট লিউ কিলিনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল আজ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং, চীনে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। তারা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদারকরণের বিষয়ে আলোচনা করেন। কৃষি ক্ষেত্রে অধিকতর উৎপাদনের জন্য চীনে উদ্ভাবিত নতুন প্রযুক্তি, বীজ ইত্যাদি বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে আলোচনা করা হয়।
বিসিআইএমভুক্ত দেশগুলো কোভিড-১৯ পরবর্তী ব্যবসা-বাণিজ্য জোরদারকরণ বিষয়ে নতুন মেকানিজম উন্নয়ন-প্রকল্প প্রণয়ন, এফবিসিসিআই ও সিসিপিআইটির মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, সিসিপিআইটি এবং সার্কের মধ্যে সহযোগিতা-সংযোগ স্থাপন বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সিসিপিআইটি ইউনান সাবকাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাও ওয়েনতো, আন্তর্জাতিক যোগাযোগ ও প্রদর্শনী বিভাগের পরিচালক ই ডং এবং কনসালটেন্ট লেই লিন। এতে ভাইস কনসাল মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ