কুয়েতে 'বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ২০২০-২০২১'-এর উদ্যোগে ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের পঞ্চম বার্ষিকীর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার (৯ এপ্রিল) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় এবং আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আখতারুজ্জামান শামস্।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপদেষ্টা সোয়েব আহমেদ, মোহাম্মদ মাইন উদ্দিন, সৌকত আলী, রফিকুল ইসলাম ভুলু, বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, আব্দুল কাদের, আল আমিন স্বপন, বাবুল দাস, সাংবাদিক মঈন সুমন, আ হ জুবেদসহ অসংখ্য প্রবাসী সুধীজন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম ওসমানী ক্রিকেট ক্লাব। খেলার প্রথম ইনিংসে ওসমানী ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে।
মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব ১৪৫ রানে জয়ের টার্গেটে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে নির্ধারিত ৪ ওভার বাকি থাকতেই ছয় উইকেটে জয়লাভ করে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির