করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার। দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির নতুন শর্ত অনুযায়ী ছুটিতে গিয়ে কুয়েতের বাইরে যেসকল প্রবাসী অবস্থান করছেন সে সকল প্রবাসীদের যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন না। কুয়েত সরকারের অনুমোদিত ভ্যাকসিগুলো হলো ফাইজার, অক্সফোর্ড, জনসন এন্ড জনসন এবং মোদার্না। কুয়েতে বিনামূল্যে দুই মিলিয়ন লোক ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন। যারা ভ্যাকসিন গ্রহণ করবেন না তাদের ইকামা নবায়ন করা হবে না এ বছরের সেপ্টেম্বর মাস থেকে।
এদিকে কুয়েত সরকারের এমন ঘোষণায় বাংলাদেশে অবস্থানরত কুয়েত প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে তাদের কর্মস্থলে ফিরতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল