ঝিনাইদহে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার ২৫.৪৩ ভাগ।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আজ সোমবার সকাল পর্যন্ত জেলার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছে।
এছাড়াও ২৪ ঘণ্টায় জনের ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে আসা ১৪১ নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ জন করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির