বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা ও এর অঙ্গ সংগঠন সমূহের পুনর্গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বলরুমে এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।
আবু কাউছার ভূঁইয়ার সঞ্চালনায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখা সহ- সভাপতি সাখাওয়াত হোসেন, সিনিয়র নেতা শহীদুল্লাহ শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ, এ এস এম জাহাঙ্গীর আলম, ফজলুল করিম সোহরাব, আলী হোসেন, সরকার মো. মিন্টু, কামাল উদ্দিন রানা, যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মো. মিনহাজ মন্ডল।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন শাখা কমিটি থেকে আগত সভাপতি সম্পাদকদের বিভিন্ন পরামর্শ মনযোগ সহকারে শোনেন এবং খুব শিগগিরই মালয়েশিয়া বিএনপি'র নতুন কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।
মত বিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জোসেবুল আলম বিপ্লব, মোহাম্মদ রিয়াজ, নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মো. খোকন ভুঁইয়া, যুবদল সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, শেখ মো. তুহিন, নাজমুল হাসান, সিমুনিয়া শাখা যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম , যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ আরমান, মিরাজ হোসেন মাঝি, মো. মিজানুর রহমান ঢালি, যুবনেতা মো. নাসির মোল্লা ও আমজাদ হোসেন মৃধা, কুয়ালারামপুর মহানগর যুবদলের সভাপতি মো. শামীম রেজা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ,সাধারণ সম্পাদক রাসেল রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, আইটি সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বাপ্পি, ছাত্রদল নেতা শাহিন আলম, মো. ওবায়দুল্লাহ, আ. রাজ্জাক মধু, মো মাসুদ, নবীন দলের সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. জাকির, মো. সাগর , মো আনোয়ার হোসেন, মো খোকন মিয়াসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার শেষাংশে পিএইচডি ডিগ্রি অর্জন করায় মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ জাহিদকে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        