ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কমিনিটির ইফতার ও দোয়া মাহফিল। বুধবার সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার সেরাঙ্গন রোডের এটিএন স্পাইসি রেস্টুরেন্টে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরে বসবাসরত ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় এই ইফতার ও দোয়া মাহফিলের।
সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রফেসর ড. এম এ রহিম এবং নাসিরুল ইসলাম মনির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানের। এতে সিঙ্গাপুরে বিজনেস কমিউনির প্রায় ২০০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ব্যবসায়ী ছাড়াও সিঙ্গাপুরে বসবাসরত গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগত অতিথিরা সিঙ্গাপুর ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এটিএন স্পাইসি রেস্টুরেন্টের ব্যবসায়িক পার্টনার আজাহারুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম রবিন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ অনেকেই।অতিথিরা সিঙ্গাপুরের নির্দিষ্ট ইফতারের সময়ে দেশি ও বিদেশি খাবারের সমন্বয়ে ইফতার ও রাতের খাবার গ্রহণ করে আয়োজকেরা জানান, এমন আয়োজন সিঙ্গাপুরে আগামীতেও অব্যাহত থাকবে এবং সকলের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন বজায় থাকবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ