৬ এপ্রিল, ২০২৩ ০১:২৭

সিঙ্গাপুরের বিজনেস কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিঙ্গাপুর প্রতিনিধি

সিঙ্গাপুরের বিজনেস কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের বিজনেস কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কমিনিটির ইফতার ও দোয়া মাহফিল। বুধবার সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার সেরাঙ্গন রোডের এটিএন স্পাইসি রেস্টুরেন্টে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরে বসবাসরত ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় এই ইফতার ও দোয়া মাহফিলের। 

সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রফেসর ড. এম এ রহিম এবং নাসিরুল  ইসলাম মনির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানের। এতে সিঙ্গাপুরে বিজনেস কমিউনির প্রায় ২০০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে ব্যবসায়ী ছাড়াও সিঙ্গাপুরে বসবাসরত গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগত অতিথিরা সিঙ্গাপুর ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এটিএন স্পাইসি রেস্টুরেন্টের ব্যবসায়িক পার্টনার আজাহারুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম রবিন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ অনেকেই। 

অতিথিরা সিঙ্গাপুরের নির্দিষ্ট ইফতারের সময়ে দেশি ও বিদেশি খাবারের সমন্বয়ে ইফতার ও রাতের খাবার গ্রহণ করে আয়োজকেরা জানান, এমন আয়োজন সিঙ্গাপুরে আগামীতেও অব্যাহত থাকবে এবং সকলের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন বজায় থাকবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর