৮ নভেম্বর, ২০২৩ ১২:১৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ইনক’র নাট্য উৎসব

নাইম আবদুল্লাহ:

বাংলাদেশ-নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ইনক’র নাট্য উৎসব

নিউজিল্যান্ডের অকল্যান্ডের গ্লেনডেন প্লে হাউস থিয়েটারে ৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ইনক’র উদ্যোগে নাট্য উৎসব ২০২৩ এর আয়োজন করা হয়েছে। নাট্য উৎসবে ওয়াসি উদ্দিনের রচনা ও পরিচালনায় নাটক ‘মুখোশের আড়ালে’ এবং নাসির সুমনের রচনা ও পরিচালনায় নাটক ‘ইট পাথরের পৃথিবী’ মঞ্চস্থ হয়। 

প্রবাসে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা এবং নতুন প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার গৌরবময় ইতিহাসকে পৌঁছে দিতে এই নাট্য উৎসবের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। 

উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমাগমে অকল্যান্ডের গ্লেনডেন প্লে হাউস থিয়েটার মুখরিত হয়ে উঠে। এমন অনুষ্ঠান আয়োজনের জন্য অকল্যান্ডবাসী, বাংলাদেশ-নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ও এর সাথে জড়িত কলাকুশলীদের প্রশংসা করে নিয়মিত অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর