কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পৃষ্ঠপোষকতায় মিলিপোল কাতার এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে। গত ২৯ অক্টোবর থেকে এই প্রদর্শনী শুরু হয়। শেষ হচ্ছে ৩১ অক্টোবর।
মঙ্গলবার দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ১৫তম এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন প্যাভিলিয়নে সাইবার নিরাপত্তায় অত্যাধুনিক সরঞ্জাম, নাগরিক সুরক্ষা,সীমান্ত নিরাপত্তাসহ স্থানীয় বাহিনীর সুসজ্জিত বিভিন্ন ডিভাইস এই এক্সিবিশনে তুলে ধরা হয়। ২৩ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক কোম্পানি বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে এই মেলায় অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/একেএ