জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারপারসন জিয়াউর রহমানকে। বক্তারা উল্লেখ করেন, এক দলীয় শাসনের কবল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশ তার স্বাধীনতা-সাবভৌমত্ব অটুট রাখতে সচেষ্ট হয়। জিয়াউর রহমানের মত বীর সন্তানেরা জন্মেছিলেন বলেই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছি আমরা।
নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের ফসল পরিপূর্ণভাবে উপভোগের স্বার্থেই অবিলম্বে বাংলাদেশে জনগণের নির্বাচিত সরকার দরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অপর সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। তিনি বলেন, পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় দেশ ও প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা লালনকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটলেও তার প্রেতাত্মা এখনও প্রশাসনে বহাল রয়েছে। তাই চোখ-কান খোলা রাখতে হবে যেকোনও ষড়যন্ত্র রুখে দিয়ে গণতান্ত্রিক সমাজ-ব্যবস্থার প্রত্যাশা পূরণের জন্য।
সমাবেশে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম হারুন এবং সভাপতিত্ব করেন খোরশেদ আলম।
এ সময় বক্তারা বিএনপির দুঃসময়ের কান্ডারি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাটকে সামনের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের আহ্বান জানান হাই কমান্ডের প্রতি।
সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/একেএ