অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের মিন্টুস্থ নিজস্ব ভবন ১৩-১৭ ঈগল ভিউ রোডে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর গত বছরের বার্ষিক সাধারণ সভার অনুমোদন করা হয়। কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম গত বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন। সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খানের কার্য বিবরণী পেশের পর আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ফিউনারেল ফান্ডের সেক্রেটারি হাবীব ভূইয়া বার্ষিক বিবরণী পেশ করেন।
সর্বসম্মতিক্রমে সংগঠনের সংবিধান সংশোধনী বিল পাশের পর সভাপতি ড. আনিসুল আফসার তার কার্য বিবরণী উপস্থাপন করেন। দুপুরের খাবার, জোহরের নামাজ ও দোয়ার পর সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার।
বিডি প্রতিদিন/জামশেদ