সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া সদ্য নির্বাচিত কাউন্সিলর শিরিন আক্তার মুন্নির সম্মানে এক সংবর্ধনা সন্ধ্যার আয়োজন করে। গত ১১ নভেম্বর (রবিবার) লাকেম্বাস্থ ইউনিটিং চার্চে আয়োজিত এই সংবর্ধনায় কেণ্টারবুরি ব্যাঙ্কস টাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার বক্তব্যে কাউন্সিলর শিরিন আক্তার মুন্নির বিজয়কে অভিনন্দন জানিয়ে তার এই বিজয় সমগ্র প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের ও মর্যাদার বলে অভিহিত করেন। কার্ল সালেহ সদ্য নির্বাচিত কাউন্সিলর শিরিন আক্তার মুন্নিকে অভিনন্দন জানিয়ে তাকে সার্বিক সহযোগিতার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যবৃন্দ শিরিন আক্তার মুন্নি ও কার্ল সালেহকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, ইভেন্ট ম্যানেজমেন্ট ডাইরেক্টর কাজী শামসুল আলম ও কমিউনিটি ব্যক্তিত্ব শেখ শামিম। পরে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যবৃন্দ, জন্মভূমি টেলিভিশনের পরিচালনা পর্ষদ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে নিয়ে কেক কাটেন।
রাতের খাবারের পর সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কাউন্সিলর শিরিন আক্তার মুন্নি বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/এএম