বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লন্ডন থেকে কওমিসহ সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানালেন।
তিনি ব্রিটেনে বসবাসরত উলামা মাশায়েখদের আয়োজনে সমাবেশে পূর্ব লন্ডনে ১১ নভেম্বর, সোমবার সন্ধ্যায় এক বক্তব্যে এই আহ্বান জানান। ড. শফিকুর রহমান বলেন, আমরা সবাই শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর অনুসারী, আমাদের মধ্যে ছোটখাটো মতবিরোধ থাকতে পারে, কিন্তু মূল লক্ষ্য এক। এজন্য বৃহত্তর স্বার্থে সকল মতের ইসলামী দল, মারকাজ এক হওয়া প্রয়োজন।
তিনি বলেন, এবার ঐক্য প্রয়োজন। এজন্য আল্লাহর ওয়াস্তে সবার দিল বড় করে আসেন। ছোটখাটো বিষয় নিয়ে টানাটানি বন্ধ করেন। আমাদের মনের ঐক্য যেদিন হবে সেদিন আল্লাহ আমাদের মধ্যে বারাকা দিবেন। শুধু ঠোঁটের ঐক্য হলে আল্লাহ বারাকা দিবেন না।
জামায়াতের আমির আরো বলেন, যেদিন জামায়াতে ইসলামীর কোন ভুল দেখবেন, আপনারা সেই ভুল ধরিয়ে সোজা করে দিবেন। আপনারা যদি এইভাবে মেহেরবান করেন তাহলে আল্লাহর মেহেরবানীতে দ্বীনের পথে চলাটা আমাদের সহজ হবে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন মুফতি সদরুদ্দিন আহমেদ, হাফিজ মুনীর উদ্দিন, ড. মাওলানা শুয়াইব আহমেদসহ আরো অনেকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত এক সফরে লন্ডনে এসেছেন। সফরকালে তিনি নাগরিক সমাবেশে যোগ দেখাসহ ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ