সংসারের হাল ধরতে ৪ মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে পা রেখেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাঈম (২২) নামে এক যুবক। ইতালি পৌঁছার মাত্র ৪ মাসের মাথায় নাঈমের মৃত্যুর সংবাদ পেল তার পরিবার।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা। এর আগে ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
জানা যায়, ওই সময় নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে একটি গাড়ির ধাক্কায়নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিসপাউর রহমান নাঈম (২২) মৃত্যুবরণ করেন।
গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক