সুদূর এ প্রবাসেও বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখার অভিপ্রায়ে ৭-৮ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে থিয়েটার-কর্মশালা। অভিনেতা খাইরুল ইসলাম পাখির নেতৃত্বে নিউইয়র্কে আত্মপ্রকাশ করা নতুন নাট্যদল ‘থিয়েটার সেভেন্টি ওয়ান’ (Theater71)এর ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ১৪৮- ৪৬ হিলসাইড এভিনিউ (দোতলা)তে।
মঞ্চনাটক ভালোবাসেন এবং যারা মঞ্চে কাজ করতে আগ্রহী তারা সবাই এই সুবর্ণ সুযোগটি নিতে পারেন। সকলের জন্যে উম্মুক্ত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রতিভাবান সব নাট্যকর্মী ও সংস্কৃতিজনেরা। এর মধ্যে আছেন তৌকির আহমেদ, লুৎফুননাহার লতা, বিপাশা হায়াত, শিরিন বকুল, আহকাম উল্লাহ, বন্যা মির্জা, রোকেয়া রফিক বেবী, শামসুল আলম বকুল, মিথুন আহমেদ ও সারোয়ার হারুন। দুদিনই সকাল ১০টায় শুরু হবে এই প্রশিক্ষণ কর্মশালা, শেষ হবে বিকেল ৫টায়।
ওয়ার্কশপটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন সিনিয়র নাট্যকর্মী সুলতান বোখারী এবং ওয়ার্কশপের পরিচালক হচ্ছেন খাইরুল ইসলাম পাখি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন