৭ নভেম্বরের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়তে হবে। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
কানাডার মন্টিয়েল শহরে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুইবেক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কানাডা শাখার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও কানাডা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান। পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহংগীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম-সম্পাদক, সাবেক সাংসদ জননেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।
এছাড়া, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা ড. আবিদ বাহার।
অনুষ্ঠানে কানাডা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া মাস্টার, কানাডা বিএনপির (পূর্ব) সহ-সভাপতি কামরুল হাসান হাওলাদার ফারুক, কানাডা বিএনপির অন্যতম নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুধ রোকন, মক্কা বিএনপির সভাপতি গাজী কামাল, কুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, দফতর সম্পাদক আব্দুল জলিল ও কুইবেক বিএনপির যুগ্ম সম্পাদক জুলকার নাইম নজরুল।
বিডি প্রতিদিন/ইই