গত ১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সিডনির ম্যাকর্থারে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ান সাব কন্টিনেন্টাল ইনক্লুসিভ নেটওয়ার্ক (ASIN) এর উদ্বোধনের পর একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
দীর্ঘদিন মাঠ পর্যায়ে বিভিন্ন আলোচনা ও গবেষণার পর রেইনবো ক্রসিং ইনকর্পোরেটেডের উদ্যোগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং তার বাইরে সব উপমহাদেশের প্রবাসীদের নিয়ে বৃহত্তর সম্প্রদায়ের জন্য সমর্থনের সেতু বন্ধনসহ একক দৃষ্টিভঙ্গি, ঐক্য এবং পারস্পরিক বিশ্বাসের প্রত্যয় নিয়ে আশিন যাত্রা শুরু করেছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরের আশিন এর কমিটি জানায়, তাদের উদ্দেশ্য ও ঐক্য মতগুলির মধ্যে রয়েছে, অন্তর্ভুক্তিমূলক নীতি মালার বাস্তবায়নে প্রতিনিধিত্ব, মানসিক স্বাস্থ্য এর উন্নয়ন, গার্হস্থ্য সহিংসতা রোধে স্বাস্থ্য সুস্থতার জন্য নিবেদিত প্রাণ সংস্থাগুলিকে সমর্থন, উপমহাদেশের মালিকানাধীন ব্যবসার ক্ষমতায়ন ও প্রচার, সাংস্কৃতিক সচেতনতা এবং শিক্ষা প্রচার, তরুণদের ব্যস্ততা এবং ক্ষমতায়নকে অনুপ্রাণিত করা, আন্তঃ সাংস্কৃতিক সংলাপ এবং সংহতি লালন পালন, সম্প্রদায়ের অর্জনগুলিকে যথাযথ স্বীকৃতি ও উদযাপন।
আশিন এর কমিটির সদ্যসরা হলেন আব্দুল খান রতন, নাইম আবদুল্লাহ, বিক্রম খারেল, ব্রাইয়ান লাল, হারি অধিকারী, মার্ক সিলভা, মুসেস ভিদামুথু, শাফকাত আলী, স্ট্যানলি আবনেস ও সুদীপ ঢাকল।
বিডি প্রতিদিন/এএ